নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে আতাহার আলী (৩২) নামে দুবারের জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।
ওসি জানান, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যে রাতে উপজেলার শেরপুর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতাহার আলী শেরপুর ইউনিয়নের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আতাহার আলী নরসিংদীর মনোহরদী এলাকায় খলিলের গরুর খামারে কাজ করতেন। সেখান থেকে পালিয়ে আসলে মালিক মনোহরদী থানায় গরুর চুরির একটি মামলা দেন। সে মামলায় আতাহার আলী গ্রেপ্তার হয়ে নরসিংদী কারাগারে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা হয়। সেখান থেকে গত ১৯ জুলাই পালিয়ে যান আতাহার আলী। চার দিন পর আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠায় আতাহার আলীকে।
এদিকে গত ৭ আগস্ট কাশিপুর কারাগারে হামলা হয় সেখান থেকেও আতাহার আলী পালিয়ে যান। এ ঘটনায় কোনাবাড়ী থানায় ১৫ আগস্টে ভাঙচুর ও লুটপাটের মামলা হয়। কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আতাহার আলী নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় এলাকায় আত্মগোপনে ছিলেন।