গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আজ শনিবার ভোরে বাবেলের বাগুয়া গ্রামের বাড়িতে এ হামলা করে দুর্বৃত্তরা।
গফরগাঁও থানা-পুলিশ ও গোলন্দাজের প্রতিবেশীরা জানান, গফরগাঁও উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে আজ ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। তারা এক্সকাভেটর দিয়ে গোলন্দাজের বাড়ির তিনটি ফটক ভেঙে ভেতরে ঢুকে সেখানে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেয়। আগুনে বাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান জানান, আজ ভোর ৫টার দিকে স্থানীয়রা অগ্নিকাণ্ডের খবর জানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।