Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে ৭৬৪ বোতল মদ ও ৪৫০ বোতল ফেনসিডিল ধ্বংস

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ৭৬৪ বোতল মদ ও ৪৫০ বোতল ফেনসিডিল ধ্বংস

শেরপুরে আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় জব্দ করা ৭৬৪ বোতল ভারতীয় মদ ও ৪৫০ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। আজ বুধবার বিকেলে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

২০২৩ সালের ২৬ নভেম্বর ঝিনাইগাতী থানার এসআই রাজিব ভৌমিকের নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলার সীমান্ত লাগোয়া গোমরা গ্রামের পাহাড়ি এলাকায় আটটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ২২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একই বছরের ৩ ডিসেম্বর ঝিনাইগাতী থানার এসআই মোহাম্মদ ফরিদ উদ্দিনের নেতৃত্বে উপজেলার সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি প্লাস্টিকের বস্তায় ৫৪০ বোতল ভারতীয় মদ এবং দুটি প্লাস্টিকের বস্তায় ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওই সব ঘটনায় থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য আদালতে সোপর্দ করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই সব মাদকদ্রব্য ধ্বংসের আদেশ দেন।

আদালত চত্বরে ৪৫০ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা আদেশ অনুযায়ী আজ বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ ও মো. মেহেদী হাসানের উপস্থিতিতে ওই সব মাদকদ্রব্য রোলার দিয়ে গুঁড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়। ওই সময় কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সাইফুল ইসলাম, ঝিনাইগাতী থানার এসআই আব্দুল মালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট