হোম > সারা দেশ > ময়মনসিংহ

দাবি না মানলে ২৮ জানুয়ারি ট্রেন বন্ধ করে কর্মবিরতি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ স্টেশনে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের ঘোষণা ২৭ জানুয়ারির মধ্যে না এলে কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোটিভ মাস্টার-গার্ড-টিটিই) ময়মনসিংহ অঞ্চলের নেতারা। আজ সোমবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তারা।

সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, ‘আমাদের দাবিদাওয়া পূরণে বারবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এত দিন পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা করছে না। তারা বারবার সময় চাইছে।

‘আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাপরিচালকের সঙ্গে সভা করে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ২৮ জানুয়ারি সকাল থেকে ট্রেন বন্ধ করে কর্মবিরতি শুরু হবে।’

এর আগে একই দাবিতে গত ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে কর্মবিরতি পালন করা হয়। ফলে ময়মনসিংহ থেকে তিনটি রেলপথে আট জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।

এ সময় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ ময়মনসিংহ অঞ্চলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, নাজমুল আলম কাজল, সজীব দত্ত, নূরনব্বী, সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেওয়াটখালী শাখার সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. হানিফ, গার্ড কাউন্সিলের সদস্য ইউনুছ আলী মোল্লা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিজয় মিত্র শুভ, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম প্রমুখ।

শেরপুরের মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে

ময়মনসিংহে ডিসি কার্যালয় ঘেরাও অটো চালকদের

৫ আগস্টের ঘটনায় উত্তরার হত্যা মামলায় আসামি বকশীগঞ্জের লোকজন, চাঁদাবাজির অভিযোগ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

সেকশন