ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে এমপি পত্নীকে হারিয়ে বিজয়ী হয়েছেন উপজেলা যুবদলের সাবেক নেতা আমিন সরকার। আজ শনিবার বিকেলে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ। এর আগে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়।
নির্বাচনে নারকেলগাছ প্রতীক নিয়ে আমিন সরকার ১০ হাজার ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ত্রিশালের বর্তমান সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। অপর প্রার্থী সাবেক কাউন্সিলর নূরুল হুদা শিবলু পেয়েছেন ৮৯৭ ভোট।
এই উপনির্বাচনে মোট পড়েছে ১৬ হাজার ৫২৫ ভোট। যা মোট ভোটের শতকরা ৫৬.৬৩ শতাংশ। নির্বাচনে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি ভোটকেন্দ্রে ভোট হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ১৮০।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, স্টাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিল।’