হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ১৫ বাড়িঘরে হামলা-ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়ক এলাকায় গতকাল মঙ্গলবার বাড়িঘরে হামলা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ নগরীতে মুখে মাস্ক পরে অন্তত ২০টি বাড়িঘরে হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত নগরের হরিকিশোর রায় সড়ক এলাকায় কয়েক দফায় এই হামলা হয়।

হরিকিশোর রায় সড়ক এলাকার বাসিন্দা আরজু মনি বলেন, ‘বাগানবাড়ির ছেলেদের সঙ্গে আমার দেবর টুটনের ছেলে ওমর ফাহাদের বন্ধুদের বাগ্‌বিতণ্ডা হয়। এ নিয়ে আমাদের এলাকার অন্তত ১৫-২০টি বাড়িতে চার দফা হামলা হয়।’

মালতী ঘোষ নামের এক নারী বলেন, ‘রাত ৮টা থেকে হামলা শুরু হয়। কমপক্ষে ৫০ জন এই হামলা চালায়। আমাদের বাসায় পুরুষ ছিল না। কার সঙ্গে তাদের বিরোধ, তা-ও জানি না।’

আজ বুধবার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটছে।

ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়ক এলাকায় গতকাল মঙ্গলবার রাতে বাড়িঘরে হামলা। ছবি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও থেকে। সংগৃহীত

শফিকুল ইসলাম খান আরও বলেন, হরিকিশোর রায় সড়কে দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমিতে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল তৈরিকে কেন্দ্র করে হামলা হয়। এরই মধ্যে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন