হোম > সারা দেশ > ময়মনসিংহ

জনতার উল্লাস দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদুল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের চূড়ান্ত বিজয় দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শহীদুল ইসলাম জয়নাল (৪০)। গতকাল সোমবার বিকেলে যাত্রাবাড়ী এলাকায় জনতার উল্লাস দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়।

শহীদুল ইসলাম জয়নালের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে। তিনি ওই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।

নিহত শহীদুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে সেনাপ্রধানের ভাষণ শোনেন শহীদুল। পরে বাসার বাইরে জনতার উল্লাস দেখতে সড়কে বের হন। এ সময় বিক্ষুব্ধ জনতা যাত্রাবাড়ী থানা আক্রমণ করে। তাতে পুলিশ গুলি চালালে সড়কে থাকা শহীদুল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে যাত্রাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে নিহত শহীদুল ইসলামের ছেলে এ কে এম লতিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলে, ‘এক অপরিচিত ব্যক্তির ফোন পেয়ে বাবাকে স্ট্রেচারে দেখতে পাই। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। বাবার মৃত্যুতে সংসারটা এলোমেলো হয়ে গেছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন