হোম > সারা দেশ > ময়মনসিংহ

তিন কেন্দ্রে ভোট পড়েছে ৯৮ শতাংশ, পুনরায় ভোটগ্রহণের নির্দেশ

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটি কেন্দ্রে গড়ে ৯৮ শতাংশ ভোট পড়া, ব্যালট পেপার ছিনতাই ও নতুন করে ফলাফল প্রস্তুত করার অভিযোগের সত্যতা পেয়েছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত কমিটি। এ কারণে জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের তিনটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে ইসি। 

কেন্দ্র তিনটি হলো—পূর্ব টেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম টেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। 

ইসির নির্বাচন পরিচালনা-২–এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে তিনটি কেন্দ্রে আবার ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ইসির ওই চিঠি জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসেছে। 

চিঠিতে বলা হয়েছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের নির্বাচন বাতিল করে তিনটি কেন্দ্রে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে আগামী ৭ ফেব্রুয়ারি পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হল। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. শহীদুল্লাহকে নির্বাচিত ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী মমিনুল ইসলাম এই ৩ কেন্দ্রের ফলাফল নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেন। 

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণ হওয়ায় ইসি ওই তিন কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠির নির্দেশনা অনুযায়ী তিন কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সব ব্যবস্থা করা হবে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন