নিজস্ব প্রতিবেদক ও ময়মনসিংহ প্রতিনিধি
দিনভর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নাটকীয়তার পর ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু। ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণার পর ২০১৯ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন টিটু।
শনিবার রাতে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।
একই সঙ্গে নগরী নতুন করে পেয়েছে ৩২ জন কাউন্সিলর। আর সংরক্ষিত নারী আসনে ১১ জন।
নির্বাচন কমিশনের তথ্য মতে, নগরীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন যাদের মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন নারী এবং ৯ জন হিজড়া। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৮৯ হাজার ৪৩৯ যা মোট ভোটের ৫৬ দশমিক ৩০ শতাংশ। ।