হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ইউসুফ আলী, জহুরুল হক, মানস বিশ্বাস ও জিল্লুর রহমান (ওপরে বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) আদালতে মামলাটি করেন স্থানীয় সাংবাদিক মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল।

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন—ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী রিয়াদ মো. সাঈদ। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে। জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) আদালতের বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নেন। একই সঙ্গে তিনি অভিযোগটি জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন কার্যালয়কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

বাদী সাপ্তাহিক পারাপার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। নগরীর মোহাম্মদ আলী রোডের বুলবুল বলেন, ‘বিগত সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতার প্রভাব খাঁটিয়ে ড্রেনেজ, সড়ক, বাতি ও বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণের অনুমতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নগরীসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট ও জমি কিনেছেন। তাঁদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্যই এ মামলা করেছি সাধারণ নাগরিক হিসেবে। আশা করছি, বর্তমান সরকারের কাছে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য।’

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান বলেন, বুলবুলের সঙ্গে সিটি করপোরেশনের বিরোধ রয়েছে। কর্মকর্তাদের কাছে তিনি অনৈতিক সুবিধাও চেয়েছিলেন, না দেওয়ায় আদালতে অভিযোগ করেছেন। বিষয়টি আইনি-প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন