নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ সাত যুবককে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরকান্দা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ উপজেলার নাগডরা গ্রামের উদয় (২৪), কানুন (২৬), বিশ্বজিৎ (২১), নিকাশ (২২), মোহাম্মদ পাভেল (২০), কালীপদ (৩৫) ও সাপ্তচন্দ্র (২৩)।
আজ শনিবার সকালে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই সাত যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে চেকপোস্ট বসায় যৌথ বাহিনী। সন্ধ্যা ৬টার দিকে কলমাকান্দা থেকে ঠাকুরাকোনাগামী একটি অটোরিকশা চেকপোস্টে থামায় তারা। তল্লাশি করে তাতে আট বোতল ভারতীয় মদ পাওয়ার পর অটোরিকশায় থাকা সাত যুবককে আটক করা হয়। সীমান্ত থেকে মদ সংগ্রহ করে নিজের এলাকায় যাচ্ছিলের ওই যুবকেরা। তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।