প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩ লাখ ৮০ হাজার নকল বিড়ি জব্দ করেছে র্যাব। এ সময় নকল বিড়ি বিক্রি করার অভিযোগে আব্দুস সাত্তার (৩৮) নামের একজনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে এই অভিযান পরিচালনা করে র্যাব-১৪।
র্যাবের অভিযান সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার নামের এক ব্যবসায়ী গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে নকল বিড়ি বিক্রির জন্য নিয়ে আসেন—এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার বিড়িসহ আব্দুস সাত্তারকে আটক করে।
পরে তাঁর দেখানো তথ্যের ভিত্তিতে ওই বাজারের ৯টি দোকানে অভিযান চালিয়ে আরও ১ লাখ ৭০ হাজার জনতা বিড়ি, দিলীপ বিড়ি, কৃষক বিড়ি উদ্ধার করা হয়।
এই অভিযান পরিচালনা করেন র্যাব-১৪ –এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন এবং ডিএডি জাহাঙ্গীর আলমসহ র্যাবের সদস্যরা। অভিযান শেষে নকল বিড়ি বিক্রি করবেন না বলে অঙ্গীকার করলে আব্দুস সাত্তারকে ছেড়ে দেওয়া হয়।