ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পাগারিয়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আমিয়ানডাঙ্গুরির পাগারিয়া নদীর রাইছুর ঘাটে পানিতে ভাসমান অবস্থায় থাকা নারীর মরদেহ দেখতে পান এলাকাবাসী।
পরে বিষয়টি ত্রিশাল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘অজ্ঞাত বৃদ্ধার মরদেহ আজ দুপুরে পাগারিয়া নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।’
ধারণা করা হচ্ছে, বাঁশের সাঁকো পার হওয়ার সময় হয়তো পা পিছলে পড়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।