ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার সকালে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ উপজেলার বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে।
মানববন্ধনে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নারী-শিশুসহ নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা; পানি, বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়াসহ সব অপরাধ বন্ধে বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল হান্নান আল আজাদ।