জামালপুরের মেলান্দহে এসএসসি পরীক্ষায় নকল করার অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তিন পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা। পরীক্ষার্থীদের বহিষ্কার করেন কেন্দ্রসচিব মহন তালুকদার।
পরীক্ষাকেন্দ্র থেকে জানা গেছে, আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা চলার সময় মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে কারিগরি বিভাগের তিন শিক্ষার্থীকে নকল করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও শিহাটা গমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কারিগরি বিভাগের এক শিক্ষার্থী।