হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিশ্ববিদ্যালয়ের মান রক্ষার দায়িত্ব প্রত্যেকের: জাককানইবি উপাচার্য

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য ড. সৌমিত্র শেখর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়টির মান রক্ষা করা, ভাবমূর্তি রক্ষা করার দায়িত্বটা আমাদের প্রত্যেকের। তাতে শিক্ষার্থীদের লাভ হবে। কেননা, ভাবমূর্তির ওপর অনেক কিছু নির্ভর করে। যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বাইরে ভালো, সেখান থেকে পাস করা যেকোনো শিক্ষার্থীর আলাদা একটা কদর থাকে।’

ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে উপাচার্য এসব কথা বলেন। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপাচার্য।

উপাচার্য আরও বলেন, ‘৫০টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়কে ভাবমূর্তির দিক থেকে, শিক্ষার দিক থেকে, শৃঙ্খলার দিক থেকে আমরা ওপরের দিকে নিয়ে যেতে চাই। যদি ওপরে নিতে পারা যায়, তাহলে যখন বাইরে আমাদের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় লিপ্ত হবে, তখন তারা একটা সম্মান ও মর্যাদা পাবে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়টিকে উঁচু জায়গায়, প্রথম সারির দিকে নিয়ে যেতে চাই।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন