নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া স্বর্ণের চেইন জব্দসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নান্দাইল পুলিশ। আজ সোমবার রাতে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলের—পংকরহাটি গ্রামের পারুল আক্তার (৪০) ও অজুফা বেগম (৪৫)।
এ আগে গতকাল রোববার বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য আসেন সাহিদা আক্তার (৪২)। তিনি পাশের আচারগাঁও গ্রামের বাসিন্দা। ডাক্তার দেখানো শেষে ওষুধ নিতে লাইনে দাঁড়ালে অজ্ঞাতনামা ৫-৬ জন ঠেলাঠেলি করে সাহিদা বেগমের গলায় থাকা ৫ আনা স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়।
এদিনই সাহিদা বেগম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ময়মনসিংহ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) নির্দেশে নান্দাইল হাসপাতালসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই নারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে স্বর্ণের চেইন জব্দ করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার ও চেইন জব্দ করা হয়েছে। জব্দ করা চেইন বাদীর জিম্মায় রাখা হয়েছে।