প্রতিনিধি
ময়মনসিংহ: প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী পেয়েছেন ময়মনসিংহের যৌনকর্মীরা। গতকাল রোববার জেলা প্রশাসক মো. এনামুল হক ৩৫৮ জন যৌনকর্মীর মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই এবং চিনি।
জেলা প্রশাসক এনামুল হক বলেন, ময়মনসিংহের যৌনপল্লিতে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার দরিদ্র মানুষের মাঝেও ত্রাণ বিতরণ করা হবে। তবে প্রাথমিক পর্যায়ে জেলায় চার হাজার গরীব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। ধীরে ধীরে ত্রাণ বিতরণ আরও বাড়ানো হবে।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।