Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২, আহত ১ 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২, আহত ১ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের শহীদুল্লার ছেলে ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে মো. আলমগীর (২৫)। এদের মধ্যে ইউসুফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ইউসুফ ও আলমগীরকে সঙ্গে নিয়ে নাঈম মোটরসাইকেল চালিয়ে মাইজবাগের দিকে যাচ্ছিলেন। মাইজবাগ ইউনিয়নের হারুয়া এলাকা পৌঁছালে ময়মনসিংহগামী একটি ট্রাক চাপা তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীর মারা যান। এদিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাফসান আহম্মেদ রোমান বলেন, ‘ইলিয়াস সানি ইউসুফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সড়ক দুর্ঘটনায় তাঁর অকাল মৃত্যুতে ঈশ্বরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়াও তাঁর মৃত্যুতে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের অভাবনীয় ক্ষতি হয়েছে।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহের সুরতহাল তৈরি করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১