হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ কারখানা শ্রমিকদের

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে গ্লোরি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেন। আজ শনিবার সকালে মডেল থানার সামনে এই মহাসড়ক অবরোধ কর্মসূচি করেন শ্রমিকেরা। 

মহাসড়ক শ্রমিকেরা অবরোধ করায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল রোববার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। 

শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করে আগামীকাল রোববার শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।’ 

আন্দোলনকারী শ্রমিকেরা জানান, ভালুকা পৌরসভার খারুয়ালী গজারিয়া খালপাড়ে অবস্থিত গ্লোরি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা গত জানুয়ারি মাসের বকেয়া বেতন দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেন। এরপর কারখানা কর্তৃপক্ষ ২০ ফেব্রুয়ারি তাঁদের বেতন পরিশোধ করবে বলে আশ্বাস দিলেও ওই তারিখে বেতন না দেওয়ায় শ্রমিকেরা কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভালুকা মডেল থানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। 

এ বিষয়ে জানতে গ্লোরি কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হাবিবুর রহমানকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। পরে তিনি কল ধরলে ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ কেটে দেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা অবরোধ করলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। আগামীকাল কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন