জাককানইবি প্রতিনিধি
ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো জাহাঙ্গীর আলম। তিনি বিশ্ববিদ্যালয়টির সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি বলেন, ‘আমাকে জনে জনে ফুল দিয়ে অভিনন্দন না জানাতে অনুরোধ রইলো। আমি আসলে জনে জনে ফুল চাই না। নতুন উপাচার্য হিসেবে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ একটা ফুল দেওয়া যেতে পারে। তবে সবার দোয়া ও সহযোগিতা চাই। আমি মনে করি, ফেরার সময় যদি ফুল আর ভালোবাসা নিয়ে ফিরতে পারি তবেই সফলতা।’
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা তাঁর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার যোগদান করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি), ব্যাংকক, থাইল্যান্ড থেকে ১৯৯৯ সালে এমএসসি ও ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন।
সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। তাঁর ২২ টিরও অধিক গবেষণা ও প্রবন্ধ দেশ-বিদেশের নানা প্রসিদ্ধ জার্নালে প্রকাশিত হয়েছে।