Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছাত্রদল নেতার বাড়িতে হামলা, অভিযোগ আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ছাত্রদল নেতার বাড়িতে হামলা, অভিযোগ আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে
বাড়িতে হামলা চালানোর পরবর্তী অবস্থা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে ছাত্রদলের এক নেতার বাড়িতে আওয়ামী লীগের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই নেতাসহ তিনজন আহত হয়েছেন।

ভুক্তভোগী মো. সোহাগ মিয়া খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ইউনিয়নের বনগ্রামে সোহাগের বাড়িতে এ হামলা হয়।

ভুক্তাভোগীরা জানান, আজ সকালে খারুয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের নেতৃত্ব ১৫-২০ জন ছাত্রদলের সভাপতির বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এ সময় বসতঘর ভাঙচুর, গোয়ালঘরে আগুন ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়।

এ ঘটনায় ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া (২৪), মুসলেম উদ্দিন (৫০) ও সজীব মিয়া (২৫) আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

গোয়ালঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
গোয়ালঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর বলেন, ‘আমরা তো সবাই প্রতিবেশী। সামান্য বিষয় নিয়ে ইটপাটকেল ছোড়াছুড়িতে আহত হয়েছে। আমরাই সমাধান করে নেব।’

খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বাড়িঘরে হামলা করেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

নান্দাইল মডেল থানার (উপরিদর্শক) এসআই পিন্টু চন্দ দে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দু-তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের বিষয়টি মীমাংসার কথা বলা হয়েছে। না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

অবশেষে ‘জীবিত হলেন’ সুরধ্বনী, পাবেন ভাতা

বাসরঘর থেকে আটক যুবক, অন্য কিশোরীকে ধর্ষণের মামলা

ধানখেত দেখতে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের লাশ

সরিষাবাড়ীতে মেলায় গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের ১২ টিতেই বিএনপির জয়

দুর্গাপুরে গুদাম থেকে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

মদনে ইয়াবাসহ দুই সহোদর আটক