Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে কাদায় মাথা পুঁতে রাখা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কাদায় মাথা পুঁতে রাখা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দায় সেতুর নিচে কাদা-পানিতে মাথা ঢুকিয়ে রাখা অবস্থায় বাজিত আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দা সেতুর নিচ থেকে মরদেহটি পাওয়া যায়। এর পাশেই মাথা পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায় একটি মৃত গরু।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আজ সোমবার সকালে বাজিত আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল খায়ের বলেন, বাজিত আলীর বাড়ি তারাকান্দা দক্ষিণপাড়া এলাকায় এবং পেশায় মুরগি ব্যবসায়ী। গতকাল সকালে ঘাস খাওয়াতে দুটি গরু নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। ঘণ্টাখানেক পর একটি গরু একা দৌড়ে বাড়ি ফিরে আসে। বাড়ির লোকজন মনে করেন অপর গরুটি নিয়ে কিছুক্ষণ পর হয়তো বাজিত আলী বাড়ি ফিরে আসবেন। কিন্তু দুপুর হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বাজিত আলীকে খুঁজতে বের হন।

ওসি আবুল খায়ের আরও বলেন, ‘গতকাল সন্ধ্যার পর তারাকান্দা বাজার এলাকার সেতুর নিচে একজনের মরদেহ ও মৃত গরু পাওয়া যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে বাজিত আলী ও গরুর মাথা পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে ডিবি পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর মূল ঘটনা জানা যাবে।’

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর