হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘পোলাপানগুলা মেলাদিন পর গরুর মাংস খাইব’

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

গরিব-অসহায় মানুষ যেন কম মূল্যে গরুর মাংস কিনতে পারেন, সে জন্য একটি গরু কেনা হয়। আজ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে ওই গরুর মাংস কেজিপ্রতি ৬০০ টাকায় বিক্রি করা হয়। কেউবা কেজিপ্রতি মাংস কেনেন ২০০-৩০০ টাকায়। আর যাদের কেনার সামর্থ্য নেই, তাঁদের বিনা মূল্যে আধা কেজি করে দেওয়া হয়। কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারাও। 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানব কল্যাণ সংগঠন ‘ইনসাফ’-এর উদ্যোগে এভাবে মাংস বিক্রি করা হয়। আজ শুক্রবার দুপুরে এই মাংস বিক্রির উদ্বোধন করেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। 

এ সময় ৬০০ টাকা কেজি দরে একজন ক্রেতা এক কেজি মাংস কিনতে পেরেছেন। তবে যাদের মাংস ক্রয় করার সামর্থ্য নেই, তাদের বিনা মূল্যে আধা কেজি করে গরুর মাংস দেওয়া হয়েছে। এ ছাড়া কেউ ২০০-৩০০ টাকাতেও কেজি প্রতি মাংস ক্রয় করেছেন। 

সংগঠনটির প্রধান উদ্যোক্তা হাবিবুল্লাহ পাহাড়ি গাজীপুর জামিয়াতুছ সুফফাআল ইসলামিয়া মাদ্রাসার দাওরা (মাস্টার্স) অধ্যয়নরত। আসন্ন ঈদুল ফিতরে গরিব-অসহায় মানুষ যেন কম মূল্যে গরুর মাংস কিনতে পারেন, সে জন্য সামান্য কিছু টাকা দিয়ে এক কৃষকের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করে সংগঠনটি। আজ মাংস বিক্রির টাকা দিয়ে বাকি টাকা পরিশোধ করা হবে। 

কম মূল্যে গরুর মাংস কিনতে এসে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘গত কোরবানি ঈদের পর মাত্র একবার গরুর মাংস খাইছিলাম। বাজারে মাংসের যে দাম, আমগর তো কেনার সামর্থ্য নাই। আজ ২৫০ ট্যাহার মাংস কিনলাম। পোলাপানগুলা মেলাদিন পর গরুর মাংস খাইব।’ 

এ ব্যাপারে হাবিবুল্লাহ পাহাড়ি বলেন, ‘অনেক নিম্ন আয়ের মানুষ বেশি টাকা দিয়ে গরুর মাংস কিনতে পারেন না। আবার ১৫০ বা ২০০ টাকা দিয়েও মাংস কিনতে লজ্জা পান। তাঁদের জন্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন। আর যারা একান্তই গরিব, তাদের অল্প করে মাংস বিনা মূল্যে দেওয়া হয়েছে।’ 

ইনসাফ সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৯ সালে উপজেলায় মানব কল্যাণে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, ঘর নির্মাণ ও সংস্কার করা, বিদ্যুতের সংযোগ দেওয়া, অসহায় অসুস্থ মানুষের চিকিৎসাসেবা, সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন করা, আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করতে দোকান করে দেওয়াসহ নানা সামাজিক করে যাচ্ছে সংগঠনটি। এ ছাড়া এলাকার এতিম শিশুদের লেখাপড়ার বই, খাতা ও কাপড় দেওয়ার কাজ করে সংগঠনটি।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন