Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

যৌতুক না পেয়ে বিয়ের আসর ত্যাগ, থানায় অভিযোগের পর বিনা যৌতুকে বিয়ে

নেত্রকোনা প্রতিনিধি

যৌতুক না পেয়ে বিয়ের আসর ত্যাগ, থানায় অভিযোগের পর বিনা যৌতুকে বিয়ে

নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের টাকা না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে বিয়ের আসর থেকে চলে যান বর হাসেন মিয়া (২৫)। এতে কনের বাবা থানায় অভিযোগ করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নানা সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার মুখে পড়ে গতকাল শুক্রবার রাতে যৌতুক ছাড়াই বিয়ে করেছেন বর হাসেন মিয়া। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। আর কনে পাশের রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তানিয়া খাতুন (২০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হাসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বরপক্ষ ৪০ জনকে নিয়ে এসেছিলেন। খাওয়াদাওয়া শেষে বিয়ের কার্যক্রমও শুরু হয়েছিল। এ সময় বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিয়ের আসর থেকে বরপক্ষ বরকে নিয়ে চলে যায়। 

এ ঘটনায় গতকাল দুপুরে কনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে বর, বরের বাবাসহ এক আত্মীয় নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে জানতে চাইলে বরের মামা সবুজ মিয়া বলেন, ‘বিষয়টি আমাদের দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। পরে আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে যৌতুক ছাড়াই এ বিয়ে সম্পন্ন করেছি।’

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে দুই পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়েছে।’

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে

৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য