হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

বিয়ের দুই মাস পর ভাইকে ফাঁসাতে নিজের স্ত্রী রিবা আক্তারকে (১৫) হত্যা করেছেন স্বামী আব্দুর রাজ্জাক মণ্ডল (৬০)। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার বিকেলে আব্দুর রাজ্জাককে গাজীপুর থেকে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। 

মৃত রিবা আক্তার নরসিংদীর মাধবপুর উপজেলার খিলগাঁও গ্রামের অটোচালক দুলাল মিয়ার মেয়ে। সে গার্মেন্টসকর্মী ছিল। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংগাটি মধ্যপাড়ার বাসিন্দা। দুই মাস আগে আব্দুর রাজ্জাক মণ্ডল ও রিবা আক্তারের বিয়ে হয়। 

জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুর রাজ্জাক ও তাঁর ভাই আমিনুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আমিনুল ইসলামকে ফাঁসাতে গত সোমবার রিবাকে বাড়িতে বেড়ানোর কথা বলে ধোবাউড়া গোয়াতলা কংশ নদীর তীরে নিয়ে যান আব্দুর রাজ্জাক। এ সময় অপেক্ষমাণ দুই সহযোগী দল বেঁধে রিবাকে ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ আমিনুল ইসলামের বাড়ির পাশের খেতে ফেলে রাখেন তাঁরা। মরদেহের সঙ্গে আমিনুল ইসলামের ছেলে শহীদুল্লাহর জন্মনিবন্ধনের ফটোকপিও রাখা হয়। পরদিন মঙ্গলবার রিবা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘দুই মাস আগে রিবা আক্তারের সঙ্গে আব্দুর রাজ্জাকের পরিচয় হয়। আব্দুর রাজ্জাক তাকে সাংবাদিক বানানোর প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। বিয়ের পর গাজীপুরের গাছা রোড এলাকায় আব্দুর রাজ্জাকের ভাড়া বাসায় রিবার যাতায়াত ছিল।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘এ বিষয়ে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন