শেরপুরের শ্রীবরদীতে হাতুড়ির আঘাতে আবুল কালাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকার এ ঘটনায় তাঁর ছেলে মো. সাজিদকে (২৭) আটক করেছে পুলিশ। আবুল কালাম ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে সাজিদের সঙ্গে তাঁর বাবা আবুল কালামের মনোমালিন্য চলছিল। তারই জেরে গতকাল রাতে আবুল কালামকে হাতুড়ি দিয়ে মাথায় কয়েকটি আঘাত করেন সাজিদ। তাতে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন সাজিদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের আরেক ছেলে জাহিদ হাসান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামি সাজিদকে আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তা ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।