অনির্দিষ্টকালের জন্য ঢাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা দেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বলেন, যোগাযোগসচিবের অনুরোধে এবং আগামী ২৬ জানুয়ারি বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক আহ্বানের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিও বিবেচনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক সোমনাথ সাহা, চেম্বারের সিনিয়র সহসভাপতি শংকর সাহা।
উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর-টঙ্গী অংশে দীর্ঘদিন ধরে যানজট ও সড়কের বেহালদশায় ভোগান্তির শিকার হয়ে ক্ষুব্ধ পরিবহন মালিক সমিতি এই ধর্মঘটের আহ্বান করেছিল। এর আগে ২ জানুয়ারি পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ জানুয়ারির মাঝে মহাসড়কের ওই অংশের সংস্কার দাবি করা হয়। এ সময় মোটর মালিক সমিতি জানায়, মহাসড়কের ওই অংশের জন্য আড়াই ঘণ্টার এই যাত্রাপথে এখন সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা।
ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। অনেকে বাস না পেয়ে বিকল্প পথে দ্বিগুণ ভাড়া দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। পরিবহন ধর্মঘট স্থগিত হওয়ায় সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি নেমে এসেছে। তবে সাধারণ যাত্রীরাও মহাসড়কের ওই অংশের ভোগান্তি দূর করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।