হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আটক জামায়াতের ১৯ নেতা-কর্মীকে রিমান্ডে চায় পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার আটক করার পর নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন।

আটক নেতা-কর্মীরা হলেন মুক্তাগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ মো. মুজাহিদ (৪৫), সদর জামায়াতের আমির মো. মফিদুল ইসলাম (৫৫), তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম (৪০), ধোবাউড়া উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম (৪০), ডা. আজাহারুল ইসলাম শাহিন (৪৬), হাবিবুল্লাহ শরিফ (৪০), মামুনুর রশিদ (৪৫), মো. আবু নাসের সিদ্দিকী (৫২), মো. আনোয়ার হোসেন (৫০), আসাদুল্লাহ হাফেজ (৫৫), আবদুল কাদের (৫০), মো. জয়নাল আবদীন (৫১), ফজলুল হক মাহবুব (৩৬), আমিনুল হক খান (৬৫), মাওলানা মতিউর রহমান (৫৩), মাওলানা ইউছুফ (৪৩), মো. আব্দুল মতিন (৩৫), মাওলানা মোবারক হোসেন (১৯) ও মাহমুদুল হাসান (৩০)।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টায় জামায়াতের ১৯ জনকে আটক করা হয়। গত ২৮ জুলাই অনুমতি ছাড়া নগরীতে মিছিল করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় নাশকতার মামলা করে পুলিশ। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন