হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আটক জামায়াতের ১৯ নেতা-কর্মীকে রিমান্ডে চায় পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার আটক করার পর নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন।

আটক নেতা-কর্মীরা হলেন মুক্তাগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ মো. মুজাহিদ (৪৫), সদর জামায়াতের আমির মো. মফিদুল ইসলাম (৫৫), তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম (৪০), ধোবাউড়া উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম (৪০), ডা. আজাহারুল ইসলাম শাহিন (৪৬), হাবিবুল্লাহ শরিফ (৪০), মামুনুর রশিদ (৪৫), মো. আবু নাসের সিদ্দিকী (৫২), মো. আনোয়ার হোসেন (৫০), আসাদুল্লাহ হাফেজ (৫৫), আবদুল কাদের (৫০), মো. জয়নাল আবদীন (৫১), ফজলুল হক মাহবুব (৩৬), আমিনুল হক খান (৬৫), মাওলানা মতিউর রহমান (৫৩), মাওলানা ইউছুফ (৪৩), মো. আব্দুল মতিন (৩৫), মাওলানা মোবারক হোসেন (১৯) ও মাহমুদুল হাসান (৩০)।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টায় জামায়াতের ১৯ জনকে আটক করা হয়। গত ২৮ জুলাই অনুমতি ছাড়া নগরীতে মিছিল করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় নাশকতার মামলা করে পুলিশ। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন