ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন ইনচার্জ নাজমুল হক খান বলেন, ‘মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে নগরীর কেওয়াটখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক লাইনের ওপড়ে উঠে পড়ে। তখন ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।’
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও দুই জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ময়মনসিংহ ট্রাফিক পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’