হোম > সারা দেশ > ময়মনসিংহ

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

ময়মনসিংহ প্রতিনিধি

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ২১: ২১
ময়মনসিংহ প্রেসক্লাবে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

তাবলিগ জামাতের দুই পক্ষের চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করা হয়েছে। সচেতন ছাত্রসমাজের ব্যানারে আজ বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনটি প্রস্তাব তুলে ধরা হয়।

বাকৃবি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব উল্লাহ। তিনি বলেন, ‘তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদে সৃষ্ট পরিস্থিতি শুধু তাবলিগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, তাবলিগ জামাতের বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে একপক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজ দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরে এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই।’

শিক্ষার্থীদের প্রস্তাবের মধ্যে আছে—উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে যার যার কার্যক্রম (জোড়, ইজতেমা ও অন্যান্য আমল) পরিচালনা করতে পারে, তা নিশ্চিত করা; উভয় পক্ষের জন্য কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলিগের আমলে সমতা নিশ্চিত করা; দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য ও কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

শিক্ষার্থীরা বলেন, ২০ জানুয়ারির মধ্যে প্রস্তাবগুলোর আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেওয়া হবে।

এ সময় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. কামরুজ্জামান, নার্সিং কলেজের শিক্ষার্থী মমিনুল ইসলাম, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ইফতেখার ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

সেকশন