Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

যৌতুক না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী কারাগারে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

যৌতুক না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী কারাগারে

জামালপুরের ইসলামপুরে গৃহবধূকে কুপিয়ে জখম করার মামলায় স্বামী সাহাদুল সাবুকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর জজ আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার সাহাদুল উপজেলার সাপধরী ইউনিয়নের কোদাল ধোয়া গ্রামের রফিক মিয়ার ছেলে। আহত গৃহবধূর নাম মোছা. শিখা আক্তার (২৩)। তিনি এলাকার সিরেজ মণ্ডলের মেয়ে। 

এর আগে গতকাল শনিবার বেলা ১১টার দিকে নিজের বাড়িতে স্ত্রী শিখা আক্তারকে ধারালো দা দিয়ে কুপিয়ে পালানোর সময় স্থানীয়রা সাবুকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। গুরুতর আহত শিখা আক্তার জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

শিখা আক্তারকে কুপিয়ে আহত করার ঘটনায় তাঁর চাচা মো. রাসেল বাদী হয়ে সাবুসহ তিনজনের নামে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাবুর বাবা রফিক এবং মা শালসা বেগমকেও আসামি করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, তিন বছর আগে শিখা আক্তারকে বিয়ে করে সাবু। বিয়ের কিছুদিন যেতে না যেতেই যৌতুকের টাকার জন্য স্ত্রী শিখা আক্তারকে চাপ দেন। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। যৌতুকের টাকা না দিতে পারায় শিখা আক্তারের ওপর নির্যাতনের মাত্রা ক্রমেই বাড়াতে থাকেন সাবু। ঘটনার দিন যৌতুকের টাকার জন্য শিখা আক্তারের সঙ্গে তর্কে জড়ান সাবু। একপর্যায়ে ধারালো দা দিয়ে শিখার ঘাড়ে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সাবু পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটকে রেখে পুলিশ খবর দেন। শিখাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। 

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাবুকে আটক করে থানায় এনেছি। শিখা আক্তারকে কোপানোয় ব্যবহৃত দাটিও জব্দ করা হয়েছে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাজহারুল ইসলাম বলেন, বিচারক জামিন নামঞ্জুর করে আসামি সাবুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পরে তাঁকে জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট