হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে গভীর রাতে র‍্যাবের অভিযানে আরসার ৪ সদস্য আটক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে গভীর রাতে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‍্যাব। বাহিনীর কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটির ১০ তলার ‘এ’ ব্লক থেকে চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।

ভবনের অন্য বাসিন্দারা জানান, ওই চারজনের সঙ্গে দুটি শিশুও ছিল। তারা ভুয়া পরিচয় ব‍্যবহার করে কিছুদিন ধরে ‘এ’ ব্লক ফ্ল্যাটে বসবাস করছিল।

অভিযানকালে এই বিষয়ে র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁরা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটকদের গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ময়মনসিংহ নগরীতে র‍্যাবের অভিযানে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

এর আগে রাত পৌনে ২টার দিকে গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেন র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য। অভিযানকারী দলটির বেশির ভাগ সদস্য ভবনের ভেতর ঢুকে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটকদের কাছ থেকে টাকা ছাড়াও আর কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।

নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

মদনে গরু-কাণ্ডে বিএনপি নেতা বহিষ্কার

২ মাস ধরে ২ ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন স্কুলের শিক্ষক

পাওনাদারদের টাকা ফেরত দিচ্ছেন সেই ওসি

‘একবুক জ্বালা’ নিয়ে পূরবীর বিদায়

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো যুবদল নেতা বহিষ্কার

ময়মনসিংহে পুকুর থেকে ৬০টি গুলি উদ্ধার

জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি