Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে বৃদ্ধকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহে বৃদ্ধকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

জামালপুরে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মো. আজিজ (৭৫) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে খাশিমারা এলাকায় ইউপি সদস্যর বাড়ির পাশে রাস্তায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত সারোয়ার হোসেন তিনি মাহমুদপুর ইউনিয়ন পরিষদ সদস্য। আহত মো. আজিজ ওরফে আশি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আজিজ তিনি বাড়ি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। ইউপি সদস্য বাড়ির সামনে আসলে করে মারধর করেন। স্থানীয় লোকজন আজিজকে ঘটনাস্থল থেকে থেকে উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে আসেন। মারধরের শিকারে রাতে আরও সুস্থ হয়ে পড়লে সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন। 

মারধরের শিকার মো. আজিজ বলেন, ‘মেম্বার সারোয়ার হোসেন আমাকে বয়স্ক ভাতার কার্ড ও একটি টিউবওয়েল দিবে বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। আমার কার্ড না হলে আমি টাকা ফেরত চাইছি এ নিয়েই আগের থেকেই শত্রুতা। মঙ্গলবার দুপুরে আমার পাট খেতে কয়েকটা ভেড়া পাট খাইছে। আমার বাড়ির পাশে ইয়াসিনের ভেড়া। পরে ইয়াসিনের সঙ্গে আমার পাট খাওয়া নিয়ে কথা হয়। ইয়াসিনের ও মেম্বার একই বংশের লোক। ইয়াসিন মেম্বারকে বলছে আমি তাঁকে গালিগালাজ করছি। মঙ্গলবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে এসে আমাকে কিল ঘুষি মারতে থাকেন। চোখে ঘুষি মারার পরে আমি অজ্ঞান হয়ে যাই। হাসপাতালে ভর্তি হয়েছিলাম। দুই দিন পরে ঈদের ছুটি। ডাক্তারের নাকি কাল চলে যাবে, তাই ওষুধ সবকিছু লিখে দিছে, আজই (বুধবার) চলে এসেছি।’ 

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ইউপি সদস্য সরোয়ার হোসেনের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। পরে মোবাইল কথা হয় তার সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, ‘যা হয়েছে এ নিয়ে আপনারা শুনে কী করবেন! যা হয়েছে সেটা আমরা দেখব! আপনার কাছে কে অভিযোগ করেছে! আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারব না।’ এ কথা বলে ফোন কেটে দেন ইউপি সদস্য। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগে করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১