নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার চিরাং রোডে কাচারির সামনে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এতে পিকআপটি সম্পূর্ণ পুড়ে যায়।
আজ রোববার বেলা ১১টার দিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পিকআপের মালিক মনসুর মিয়া বলেন, পিকআপটি রাতে বারহাট্টা থেকে কেন্দুয়ায় যাচ্ছিল। কেন্দুয়ার চিরাং রোডে কাচারির সামনে গেলে দুর্বৃত্তরা পিক-আপের গতি রোধ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। চালক ও তাঁর সহকারী কোনো রকমে বাইরে বের হলেও পিক-আপ ভ্যানটি পুড়ে যায়। এ ঘটনায় মামলা করবেন বলেও তিনি জানান।
ওসি এনামুল হক বলেন, এ কাজ নাশকতাকারীদের। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। এখনো মামলা বা কেউ গ্রেপ্তার হননি। তবে ঘটনা তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।