Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ীতে গ্রাফিতির ওপর লেখা হলো ‘জয় বাংলা’

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

নালিতাবাড়ীতে গ্রাফিতির ওপর লেখা হলো ‘জয় বাংলা’
নালিতাবাড়ীতে গ্রাফিতির ওপর লেখা হলো ‘জয় বাংলা’। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পরিবর্তনের ছোঁয়ায় সারা দেশের মতো বদলে যায় শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের প্রতিটি দেয়ালের রূপও। প্রতিবাদের চিত্রগুলো গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলেন বিপ্লবী শিক্ষার্থীরা। দেয়ালে লেখা হয় প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বহু বার্তা। আঁকা হয় আওয়ামী লীগ ও হাসিনাবিরোধী ছবি।

কিন্তু আজ মঙ্গলবার সকালে দেখা গেল ভিন্ন চিত্র। গ্রাফিতির ওপর সদ্য জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়া ‘জয় বাংলা’ লেখা হচ্ছে গ্রাফিতির ওপর। রয়েছে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানও। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। নালিতাবাড়ী পৌরশহরের থানাসংলগ্ন দেয়ালগুলোতে গতকাল সোমবার রাতে এই কাজ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এই কাজ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা হয়েছে। ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল।’

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থী রুহুল সিদ্দিকী রোমান বলেন, ‘আমরাও হয়তো একটি মামলা করতে পারি। তবে আমরা চাইব সরকারিভাবেই যেন একটা ব্যবস্থা নেওয়া হয়।’

নালিতাবাড়ীতে গ্রাফিতির ওপর লেখা হলো ‘জয় বাংলা’। ছবি: আজকের পত্রিকা
নালিতাবাড়ীতে গ্রাফিতির ওপর লেখা হলো ‘জয় বাংলা’। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় হাসান তৌফিক তূর্য বলেন, “তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারত। তারা কেন আমাদের চেতনার ওপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ।”

নালিতাবাড়ীতে গ্রাফিতির ওপর লেখা হলো ‘জয় বাংলা’। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আজকের পত্রিকার প্রতিবেদককে বলেন, ‘ঘটনাটি আপনার মাধ্যমে জানলাম। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট