হোম > সারা দেশ > ময়মনসিংহ

সিলিন্ডার বিস্ফোরণের পর গাড়িতে আগুন, প্রকৌশলী ও চালক দগ্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

সিলিন্ডার বিস্ফোরণের পর গাড়িতে আগুন ধরে যায়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরগঞ্জের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দেয় এবং আগুন ধরে যায়।

এ ঘটনায় প্রকৌশলী ও চালক দগ্ধ হয়েছেন। আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী (৫৯) ও গাড়ি চালক আফজাল আহমেদ (৩৫)।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকৌশলী লিয়াকত আলী কিশোরগঞ্জ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্কেল অফিস ময়মনসিংহে যাচ্ছিলেন। পথে ভালুকা-হোসেনপুর সড়কের গফরগাঁও অংশের হাঁটুরিয়া এলাকায় পৌঁছালে গাড়িটির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়।

এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় এবং গাড়িতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা প্রকৌশলী ও চালক দগ্ধ হয়।

পরে স্থানীয় লোকজন আহত প্রকৌশলী লিয়াকত আলী ও চালক আফজাল আহমেদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে গফরগাঁও উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা ফারুক বৃষ্টি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের সদস্যা তা নিয়ন্ত্রণে আনেন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, প্রকৌশলী ও গাড়ি চালককে দগ্ধ অবস্থায় দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

বিএনপি অফিসের ভাড়া বাকি কোটি টাকা, পিস্তল হাতে দলীয় সাবেক উপমন্ত্রী

বকশীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: আরও এক লাশ উদ্ধার

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

‘ব্রিজ দিয়া পার অইলে জীবনডা সার্থক ওইতো’

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ

‘ঈদমেলা’ নামে অশ্লীল নাচ-গান, নারীসহ ৩৮ জন গ্রেপ্তার

কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন