Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল নারীর মরদেহ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল নারীর মরদেহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের দুই দিন পর ফরিদা আক্তার (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ফরিদা আক্তার উপজেলার জাটিয়া ইউনিয়নের কুমারুল গ্রামের অটোরিকশাচালক দুলাল মিয়ার স্ত্রী। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রেলস্টেশনের দক্ষিণ পাশে একটি পুকুরে ওই নারীর মরদেহ ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ উদ্ধারের পর মৃতের মামা রাজ হোসেন তা শনাক্ত করেন। 

মৃত ফরিদা আক্তারের বড় ছেলে সাদ্দাম হোসেন বলেন, ‘মা মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গত ৩০ নভেম্বর হঠাৎ তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আমরা আমাদের আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাইনি। এর আগে মা বেশ কয়েকবার বাড়ি থেকে এভাবে নিখোঁজ হয়ে চার-পাঁচ দিন পরেও বাড়িতে ফিরেছে এসেছেন। ভেবেছিলাম প্রতিবারের মতো এবারও বোধ হয় তিনি বাড়িতে ফিরে আসবেন।’ 

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘পরিবারের বর্ণনা ও মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগ উঠেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ 

মাছ লুট করা নিয়ে সংঘর্ষ: খালিয়াজুরীর ধনু নদী থেকে ৩ জনের লাশ উদ্ধার

আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, আহত ৮

জৈব পদ্ধতিতে করলা চাষে সফল কাজীম উদ্দিন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

হালুয়াঘাটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরা ও সাবান জব্দ

একের পর এক আগুন, উজাড় বন

আ.লীগ ঘুরে শিক্ষক আবুল ফের বিএনপিতে

নদে ভাসছিল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ধর্ষণকাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার