হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুর কারাগারে মুক্তির দাবিতে বন্দীদের অগ্নিসংযোগ, আহত ৩ 

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা কারাগারে বন্দীরা মুক্তির দাবিতে মিছিল ও অগ্নিসংযোগ করেছেন। এ নিয়ে হঠাৎ উত্তেজনা দেখা দিলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। 

এ ঘটনায় তিনজন কারারক্ষী আহত হয়েছেন। তাঁরা হলেন রুকনুজ্জামান (৫০), সাদেক আলী (৪৫) ও জাহিদুল ইসলাম (৪১)। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিট থেকে হঠাৎ ফাঁকা গুলিবর্ষণ শুরু হয়। বেলা ৩টা পর্যন্ত ফাঁকা গুলি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত সরে পড়েন। 

কারাগারের একটি সূত্র থেকে জানা গেছে, রাজনৈতিক মামলার সব আসামিকে মুক্তি পেয়েছে। তবে এ সুযোগে অন্য বন্দীরাও কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মুক্তির দাবিতে কারাগারের ভেতর বন্দীরা উত্তেজিত হয়ে মিছিল ও অগ্নিসংযোগ শুরু করেন। তাঁরা জোর করে সেল খুলে বের হয়ে যাওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে জেলারকে জিম্মি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় বেশ উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষী ফাঁকা গুলিবর্ষণ শুরু করেন। এ সময় কারাগারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। 

জামালপুর জেলা কারাগারে জেল সুপার (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘কারাগার থেকে কোনো কারাবন্দী বের হতে পারেনি। ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন। প্রথম দিকে ফাঁকা গুলিবর্ষণ শব্দ শুনেছি। এখন শোনা যাচ্ছে না।’

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন