Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে নৌকার পক্ষে মিছিলে যুবকের আগ্নেয়াস্ত্র প্রদর্শন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে নৌকার পক্ষে মিছিলে যুবকের আগ্নেয়াস্ত্র প্রদর্শন

ময়মনসিংহের নান্দাইলে নৌকার পক্ষে মিছিলে আগ্নেয়াস্ত্র (পিস্তল) প্রদর্শন করেছেন এক যুবক। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারীরাই নিজেদের ফেসবুক আইডিতে অস্ত্র প্রদর্শনের ভিডিওটি প্রকাশ করে। 

অস্ত্রধারী তরুণের নাম মো. ওয়াহিদুজ্জামান তানভীর (২২)। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে। 

এলাকাবাসী জানিয়েছে, চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের আনন্দবাজারে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নির্বাচনী ক্যাম্প রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় দলের লোকজন সেখানে জড়ো হয়। গতকাল বুধবার সন্ধ্যায় ওয়াহিদুজ্জামান তানভীরের নেতৃত্বে একটি মিছিল হয়। সেখানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ‘নৌকা, নৌকা; তানভীর ভাই, তানভীর ভাই’ স্লোগান দেওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওয়াহিদুজ্জামান তানভীর অল্প বয়স থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করেন। আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। মাস ছয়েক আগে পারিবারিক একটি কলহের ঘটনায়ও তিনি অস্ত্র প্রদর্শন করেন। কিন্তু এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

নান্দাইলে নৌকার পক্ষে মিছিলে যুবকের আগ্নেয়াস্ত্র প্রদর্শন। ছবি: ভিডিও থেকেএ বিষয়ে জানতে ওয়াহিদুজ্জামান তানভীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটিকে আমি একদিন এক মিটিংয়ে দেখেছি। সে দলের কোনো পদে নেই। আর নৌকার পক্ষে মিছিল করছে কি না, তা আমার জানা নেই।’

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো অভিযানে আছি। বিস্তারিত পরে জানাব।’

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘ঘটনা জেনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি। এ ব্যাপারে তারা মাঠে তৎপর রয়েছে।’

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট