Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নজরুল বিশ্ববিদ্যালয়ের মেসে আগুন, হল চালুর দাবিতে আমরণ কর্মসূচি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

নজরুল বিশ্ববিদ্যালয়ের মেসে আগুন, হল চালুর দাবিতে আমরণ কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রী মেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ত্রিশাল ফায়ার সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টারও বেশি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

ত্রিশাল বাজার রোডে অবস্থিত সুফিয়া আজিজ ভিলা নামের মেসের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য আনুষঙ্গিক জিনিস। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেস সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির শর্ট সার্কিট থেকে ভোর ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে গেছে ওই মেসের ৬টি কক্ষ। ওই মেসে মোট ৪৪ জন ছাত্রী থাকেন। 

এ ঘটনার পরপরই সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসের উপাচার্য বাংলোর সামনে হল খুলে দেওয়া ও অন্যান্য দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলেন, নানা সময়ে এই মেসগুলোর নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। চুরি, আগুন যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। আমরা আর হেলাফেলা চাই না, নতুন হল দুটো খুলে দিয়ে আমাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন থেকে উঠব না। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন–বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্ট। তাঁরা আজকের ঘটনার জন্য সমবেদনা জানিয়ে বলেন, ‘তোমাদের দাবি যৌক্তিক। কিন্তু আমাদের হলগুলোতে বেশ কিছু সংকট আছে। গ্যাস নেই, লোকবল নেই। আমাদের কাজ চলমান। শিগগিরই চালু করতে পারব বলে আশাবাদী আমরা।’ 

এ আশ্বাসের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হল চালু, আবাসন ব্যবস্থা নিশ্চিত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার ঘোষণা দিয়েছেন তাঁরা।

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট