হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে ‘হিট স্ট্রোকে’ দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ফারজানা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। চিকিৎসকের ধারণা, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নান্দাইল ইউনিয়নের বলদাচর এলাকায় এই ঘটনা ঘটে। ফারজানা আক্তার ওই গ্রামের মো. রুবেল মিয়ার মেয়ে। সে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

ফারজানার পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে কোচিং শেষে দুপুরে বাড়ি ফেরে সে। এ সময় ফারজানার মা বাড়ির উঠানে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। তিনি ঘরে ঢুকে মেঝেতে ফারজানাকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তাতে আশপাশের লোকজন দৌড়ে এসে ফারজানাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।

ফারজানার বাবা রুবেল মিয়া বলেন, ‘ কোচিং থেকে এসে ঘরের মেঝেতে পড়ে ছিল। অনেকে বলছেন, হিট স্ট্রোকে মারা গেছে।’ 

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় হিট স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মেয়েটির মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সুরতহাল প্রতিবেদন কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন