হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইসলামপুর পৌরসভার মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুরে আদেশটি স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ।

মেয়র আব্দুল কাদের সেখ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ মেয়র পদ থেকে আমাকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ। আমার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হয়েছে। মূলত আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়ায় আমার ওপর ষড়যন্ত্র শুরু হয়। একপর্যায়ে আমার ওপর বরখাস্তের খড়্‌গ নেমে আসে। সবকিছুই এলাকাবাসী জানে।’

এর আগে গত ২৯ এপ্রিল ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর-১ শাখা) উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে পৌরসভার ১১ জন কাউন্সিলর স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ আনেন। তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করে।

বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন মেয়র আব্দুল কাদের সেখ। আজ ওই রিটের ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত করেন।

আব্দুল কাদের সেখের রিটের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, ‘আদালত সন্তুষ্ট হয়ে মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন।’

২০২২ সালের ২৭ নভেম্বর পৌর মেয়র আব্দুল কাদের শেখের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন পৌর কাউন্সিলররা। একই সঙ্গে মেয়রের বিরুদ্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য কাউন্সিলররা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছেও লিখিত আবেদন করেন। ইসলামপুর পৌরসভার ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জনই ওই আবেদনে স্বাক্ষর করেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আজিজুর রহমান অভিযোগ তদন্ত করে সত্যতা পান। ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করা হয়।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন