ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে দুইজন মারা গেছেন। আজ শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন জেলার তারাকান্দা উপজেলার আসাদুজ্জামান (৬৫) ও নান্দাইল উপজেলার রসুল মিয়া (৪৩)।
ডা. মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে চিকিৎসাধীন একজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৯ জন রোগী আছেন। চিকিৎসাধীন ৪৯ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ। গত ২৮ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।