হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে শেখ হাসিনা–কাদেরসহ ৬৪ জনের নামে হত্যা মামলা 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ছাত্র আন্দোলনে তোফাজ্জাল হোসেন (২২) নামে এক যুবক নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৪ জনের নামে মামলা হয়েছে। আজ রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন হৃদয় মাহমুদ জান্নাত নামে এক ব্যক্তি। তিনি উপজেলার চাপড়বাড়ী এলাকার বাসিন্দা। 

এ সময় আদালতের বিচারক স্মরণিকা পাল মামলাটি আমলে নিয়ে এ ঘটনায় থানায় আরও কোন মামলা দায়ের হয়েছে কি না, তা ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। 

বাদীপক্ষের আইনজীবী আজিজুল হক খান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদ ও কাজিম উদ্দিন আহাম্মদ ধনু, পিস্তল মামুন, জঙ্গইল্যা মনিরসহ ৬৪ জন আওয়ামী লীগের নেতা–কর্মী। 

আইনজীবী আজিজুল হক বলেন, ‘গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকার আইডিয়াল মোড় এলাকায় নিহত হন রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। আমরা এই হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার আশা করছি।’ 

প্রসঙ্গত, নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের বাসিন্দা। তিনি ভালুকা উপজেলার পার্শ্ববর্তী শ্রীপুর থানার নগর হাওলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রি কাজ করতেন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন