হোম > সারা দেশ > ময়মনসিংহ

আপনারাই বলতে পারবেন রণাঙ্গনে কে আহত হয়েছেন কে হননি: বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরেজমিনে আমরা আজকে আপনাদের (বীর মুক্তিযোদ্ধা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেব।’ 

আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ডি’ শ্রেণিভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা যুদ্ধ করেছেন, আপনারাই বলতে পারবেন, আপনাদের রণাঙ্গনের সঙ্গী কে আহত হয়েছেন, কে আহত হননি। আমাদের জানার কথা না।’ 

মন্ত্রী মোজাম্মেল হক আরও বলেন, ‘অনেক আবেদন জমা হয়েছে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের। অনেকে আবার অভিযোগ করেছেন, অনেক বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন, কিন্তু আহত হননি। তাঁরা যুদ্ধাহত ভাতা পান। এগুলো আমরা আমলে নিইনি। সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ফাইনাল গেজেট হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সরেজমিনে আমরা এসেছি। ময়মনসিংহ জেলায় বীর মুক্তিযোদ্ধাদের আগামী মাসের ১৬ তারিখ ডিজিটাল কার্ড ও সনদ দেওয়া হবে।’ 

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. নাহিদুল করিম। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মোসলেম উদ্দিন এমপি, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রাজ্জাক। 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন