Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৬

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৬
ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড। ফাইল ছবি

ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকার একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় আব্দুল মালেক (৫০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালেক। তিনি রহমতপুর এলাকার ‘আজাহার ফিলিং স্টেশনের’ পাশে চায়ের দোকান চালাতেন।

আগুনে এর আগে হিমেল মুন্সি (২৯), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান। গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুল মালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এস এম নুর হোসেন।

তিনি বলেন, ৪ নভেম্বর রাতে ময়মনসিংহ থেকে গুরুতর অবস্থায় দগ্ধ ব্যক্তিদের ঢাকায় নেওয়া হয়। তাঁদের মধ্যে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। বর্তমানে সুমি আক্তার নামের একজন ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

আগুনে নিহত প্রাইভেট কারের চালক হিমেল মুন্সির মা বাদী হয়ে ৬ নভেম্বর আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন।

উল্লেখ্য, ৪ নভেম্বর দুপুরে আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সাতটি গাড়ি পুড়ে যায়।

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর