নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষিবিদ বদিউজ্জামান বাদশা মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এই ক্যাম্প উদ্বোধন করা হয়।
নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে সেবা প্রদান করবেন। এরা হলেন– বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. একে আজাদ, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী দ্বীন মোহাম্মদ, এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ফারুক পাঠান, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মীর নজরুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডা. মেহেরুননেছা ও গ্যাস্ট্রো এন্ট্রোরোলজি বিশেষজ্ঞ ডা. নাজমুল হক।
এ সময় নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি হাকাম হীরা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশনের চেয়ারম্যান রাগিব হাসান ভাষন প্রমুখ উপস্থিত ছিলেন।