Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

জামালপুর প্রতিনিধি 

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চর পাকেরদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার ডা. সালেহ মেহেদী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল বিকেলে কয়েক শিশু বাড়ির বাইরে খেলছিল। এ সময় একটি পাগলা কুকুরের আক্রমণে তামান্নাসহ চারজন আহত হয়। তাদের রক্ষা করতে গিয়ে মিলন ও জুয়েল কুকুরের আক্রমণের শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত লিমনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

আহত ব্যক্তিরা হলেন, চরপাকেরদহ গ্রামের লাঞ্জুর মেয়ে তামান্না (৬), সবুজ শেখের মেয়ে মহিরা (৫), হাফিজুরের ছেলে লিমন (৬), ইসরাত (৫), অহিজ উদ্দিনের ছেলে মিলন (১৮) ও জুয়েল (৩০)।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহ মেহেদী আজকের পত্রিকাকে বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে ছয়জন চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট