ঈশ্বরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে শিপন চন্দ্র বর্মণ (১৮) নামে এক কিশোরকে এক মাসের জেল ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন এই শাস্তি দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইভটিজিংয়ের দায়ে অভিযুক্ত কিশোরের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরনিলকিয়া এলাকায়। সে এলাকার সুধীর চন্দ্র বর্মণের ছেলে। অভিযুক্ত শিপন গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে।
ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ভুক্তভোগী শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। এ সময় অভিযুক্ত কিশোর ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করলে সে ভয়ে দৌড়ে একটি দোকানের সামনে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা কী হয়েছে জিজ্ঞেস করলে তাকে উত্ত্যক্তের কথা জানায়। এতে স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে আটক করে ইউএনওকে খবর দেন। এরপর ইউএনও ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে ওই কিশোরকে দণ্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।